About Me

লতিফুল করিম

বর্তমানে বগুড়া ব্যুরো চিফ হিসেবে মাই টিভিতে কর্মরত। সাংবাদিকতার পাশাপাশি বিশিষ্ট ব্যাবসায়ী ও সমাজ সেবক হিসেবে স্থানীয়ভাবে রয়েছে বিশেষ পরিচিতি। সাহসিকতার সাথে সত্যনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং খেলাধুলা সহ বিভিন্নধরনের জনকল্যাণমুখী ও সমাজসেবামূলক কাজের জন্য সুপরিচিত। এছাড়াও, বর্তমানে বগুড়া প্রেস ক্লাবের নির্বাচিত ক্রীড়া সম্পাদক হিসেবে দায়িত্বরত।

ডাক নামঃ করিম
জন্মঃ ২ অক্টোবর, ১৯৭৬
পেশাঃ ব্যাবসা ও চাকুরী
জাতীয়তাঃ বাংলাদেশী

শিক্ষা প্রতিষ্ঠানঃ

নৌখিলা সরকারী প্রাথমিক বিদ্যালয়, চন্দনবাইসা, সারিয়াকান্দি, বগুড়া।
বগুড়া করোনেশন স্কুল এন্ড কলেজ।
ধুনট সরকারী ডিগ্রী কলেজ, বগুড়া।
শেরপুর সরকারী কলেজ, বগুড়া।
বাংলাদেশ প্রেস ইন্সটিটিউট পিআইবি।
রাজশাহী বিশ্ববিদ্যালয়।

দাম্পত্যসঙ্গীঃ লতিফা আকতার শীলা
সন্তানঃ ২ জন।
ছেলে- শিবলি সাদিক
মেয়ে- আয়শা খাতুন

আত্মীয়ঃ
আনসার আলী, পেশা- ব্যাবসা (ভাই)
জলিলা খাতুন, পেশা- গৃহীনি (বোন)
আহসান উল্লাহ, পেশা- বেকার (ভাই)
লতিফুল বারী, পেশা- শিক্ষক (ভাই)
লতিফুল হাসান, পেশা – সাংবাদিক (ভাই )
লতিফা আকতার পাপরি, পেশা-গৃহীনি (বোন)

নৌখিলা সরকারী প্রাথমিক বিদ্যালয়, চন্দনবাইসা, সারিয়াকান্দি, বগুড়ায় প্রাথমিক শিক্ষা লাভের পর ১৯৯২ সালে বগুড়া করোনেশন স্কুল এন্ড কলেজ হতে এসএসসি পাশ করেন। ধুনট সরকারী ডিগ্রী কলেজ, বগুড়া হতে ১৯৯৭ সালে এইচএসসি পাশ করার পর ১৯৯৯ সালে শেরপুর সরকারী কলেজ, বগুড়া হতে স্নাতক ডিগ্রী অর্জন করেন। পরবর্তীতে বাংলাদেশ প্রেস ইন্সটিটিউট পিআইবি হতে ২০০৮ সালে সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিপ্লোমা এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় হতে ২০১৫ সালে সাংবাদিকতায় মাষ্টার্স ডিগ্রী অর্জন করেন। 

লতিফুল করিমের শৈশব কাটে সারিয়াকান্দির চন্দনবাইশা ও বগুড়া সদরের নারুলী দক্ষিণ পাড়ায়। ৫ ভাই ২ বোনের মধ্যে তিনি পিতা-মাতার ৬ষ্ঠ সন্তান। পিতা- জনাব মোঃ আব্দুল জলিল (মৃত) ছিলেন উপজেলা রাজস্ব কর্মকর্তা এবং মাতা- আছিয়া খাতুন (মৃত) ছিলেন একজন সুগৃহীনি। সাংবাদিকতায় দীর্ঘ পেশাগত জীবনে বর্তমানে মাই টিভির বগুড়া ব্যুরো চিফ হিসেবে কর্মরত থাকার পাশাপাশি তিনি স্থানীয় স্বনামধন্য ব্যবসা প্রতিষ্ঠান মেসার্স করিম ট্রেডার্স (রড, সিমেন্ট ও মোবিল এর পাইকারী ও খুচরা বিক্রেতা) এর স্বত্বাধিকারী হিসেবে সুপরিচিত। নির্ভীক সাংবাদ কর্মী হিসেবে এবং নানামুখী জনহিতকর ও সমাজসেবামূলক কাজের জন্য বগুড়া অঞ্চলে জনাব লতিফুল করিম একজন সুপরিচিত ও জনপ্রিয় ব্যক্তিত্ব।

Stay In Touch

কোনো পরামর্শ , জিজ্ঞাসা ও তথ্য দিতে চাইলে

Scroll to Top