সাংবাদিক হবো আমার মনটা কঠিন
সিদ্ধান্ত নিয়েছিল আজ থেকে ১৭ বছর আগে।
সাংবাদিকতায় আজ আমি ১৭ বছর পেরিয়ে
১৮ বছরে পা রাখলাম।
শুরুটা হয়েছিল একটু ভিন্ন ভাবে যাই হোক
প্রেস ইন্সটিটিউট অব বাংলাদেশ ( পি আই বি )
সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিপ্লোমা কোর্সে
2007 -2008 শিক্ষাবর্ষ রোল নম্বর – ১১ ভর্তি হয়েছিলাম। এই কোর্স শেষ করে । 2009 সালে জাতীয় গণমাধ্যম ইন্সটিটিউট থেকে টিভি রিপোর্টিং ও ফিচার লেখার কলা কৌশল কোর্স করলাম । এই কোর্স শেষ করে বগুড়ায় এলাম। সাংবাদিকতা শুরু করলাম। পরবর্তীতে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় মাস্টার্স ডিগ্রী শেষ করলাম।
সাংবাদিকতায় প্রাতিষ্ঠানিক শিক্ষা সনদ অর্জন করে আজ পরিপূর্ণ সাংবাদিক হতে পেরে আল্লাহর নিকট শুকরিয়া জানাই।
নিচের ছবিগুলো 2007 -2008 শিক্ষাবর্ষের পিআইবির আমার ক্লাসের ছাত্ররা সহ আমি ( ছবিতে আমি বাম পার্শের ২য় সাদা শাট কালো প্যান্ট গলায় টাই পরা)